Saturday, September 23, 2023
জীবনযাপন

ব্রেন ক্যানসারের ঝুঁকি ৪০০% বাড়িয়ে দেয় স্মার্টফোন

মুম্বাই: দিনের একচিলতে অবসরেও যাঁদের স্মার্টফোন ছাড়া চলে না, সারাক্ষণই ঘাড় কাত করে ফোনে বুঁদ হয়ে থাকেন, কথা চলে নন-স্টপ , তাঁদের উদ্দেশে সতর্কবাণী শুনিয়েছেন মুম্বাইয়ের আইআইটির এক গবেষক-শিক্ষক।

সম্প্রতি আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ‘রেডিয়েশন হ্যাজার্ডস অব সেল ফোনস’ শীর্ষক এক আলোচনা সভায় মুম্বাইয়ের ইন্ডিয়ান ইনিস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক গিরিশ কুমার দাবি করেন, ‘স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার ব্রেন ক্যানসারের ঝুঁকি ৪০০ ভাগ বাড়িয়ে দেয়।’ যে কারণে টিনএজারদের মধ্যে ব্রেন ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে তিনি উল্লেখ করেন।

এ ধরনের ডিভাইসকে প্রযুক্তির ‘হিডেন ডেঞ্জার’ হিসেবে আখ্যা দিয়েছেন আইআইটির এই বিজ্ঞানী। তাঁর মতে, দিনে আধ ঘণ্টার বেশি স্মার্টফোন ব্যবহার করা কখনোই উচিত নয়। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে এ বিষয়ে একটি রিপোর্টও জমা দিয়েছেন আইআইটির ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এই শিক্ষক।

শুধু ব্রেন ক্যানসারের আশঙ্কাই নয়। স্মার্টফোনের অতি ব্যবহারে পুরুষদের ফার্টিলিটিরও সমস্যা দেখা দেয়। ক্ষতি করে ডিএনএ-র। তাঁর দাবি, সবচেয়ে বেশি ক্ষতি হয় বাচ্চাদের।

সেল ফোন থেকে বেরোনো রেডিয়েশনে শরীরের ভিতরের হাড়গোড় পাতলা হয়ে, ভঙ্গুর হয়ে পড়ে। ফোনের এই রেডিয়েশনের হাত থেকে মুক্তি নেই অন্যান্য প্রাণী এমনকি গাছেরও।

মোবাইল ফোনের বাড়বাড়ন্তে স্লিপ ডিজওর্ডার, অ্যালঝাইমার্স, পারকিনসনস ডিজিজের মতো অসুখবিসুখও বাড়বে বলেই তাঁর মত।