Monday, November 17, 2025
Latestদেশ

বিজেপিতে যোগ দিলেন সঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিহারের রাজনীতিতে ফের নতুন চমক। জল্পনাতেই এবার সিলমোহর পড়ল — জনপ্রিয় সঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুর আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি)। আসন্ন বিধানসভা নির্বাচনের ঠিক আগেই তাঁর এই সিদ্ধান্তে গেরুয়া শিবিরে খুশির হাওয়া।

২৫ বছর বয়সি এই তরুণ শিল্পী সোশ্যাল মিডিয়ায় বিপুল জনপ্রিয়। মৈথিলীর গানে রয়েছে আঞ্চলিক স্বাদ, ভক্তিমূলক সুর এবং ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া — যা তাঁকে শুধু বিহার নয়, সারা দেশেই পরিচিত করেছে। রাজনৈতিক মহলে ধারণা, এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বিজেপি তাঁকে দ্বারভাঙা জেলার আলিনগর বিধানসভা আসনে প্রার্থী করতে পারে। বর্তমানে ওই আসনের বিধায়ক বিজেপিরই মিশ্রিলাল যাদব, ফলে দলীয় সমীকরণে পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

মঙ্গলবার বিহার বিজেপির সভাপতি দিলীপ জয়সওয়ালের উপস্থিতিতে মৈথিলী ঠাকুর আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্যরাও। উল্লেখ্য, গত সপ্তাহেই তিনি বিহার নির্বাচনের বিজেপি ইনচার্জ বিনোদ তাওড়ে এবং কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই-এর সঙ্গে বৈঠক করেছিলেন। সেই সময় থেকেই তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা জোরদার হয়।

বিনোদ তাওড়ে পরে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন। তিনি লেখেন — “১৯৯৫ সালে লালুপ্রসাদ যাদব ক্ষমতায় আসার সময় যে পরিবার বিহার ছেড়ে চলে গিয়েছিল, সেই পরিবারের মেয়ে, বিখ্যাত গায়িকা মৈথিলী ঠাকুর আজ পরিবর্তিত বিহারের শান্তি ও উন্নতি দেখে ফেরত আসতে চেয়েছেন।”

এর কিছুক্ষণের মধ্যেই মৈথিলী নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন —“যাঁরা বিহারের জন্য বড় স্বপ্ন দেখেন, তাঁদের প্রতিটি বার্তা আমার কাছে অনুপ্রেরণা। তাঁদের কৃতজ্ঞতা জানাই।”

এই মন্তব্য থেকেই স্পষ্ট, রাজনীতিতে নাম লেখানোর সিদ্ধান্তের পেছনে তাঁর লক্ষ্য সমাজসেবামূলক কাজের দিকেই।

২০২৪ সালে মৈথিলী ঠাকুরের গাওয়া ‘মা শবরী’ গানটি শুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং তাঁর প্রশংসা করেছিলেন। বিজেপি শিবিরে তাই তাঁর যোগদান শুধু সাংস্কৃতিক দিক থেকেই নয়, রাজনৈতিক প্রতীক হিসেবেও তাৎপর্যপূর্ণ।

নভেম্বরে দু’দফায় অনুষ্ঠিত হতে চলেছে বিহার বিধানসভা নির্বাচন। তার আগে মৈথিলীর মতো তরুণ, শিক্ষিত ও জনপ্রিয় মুখের যোগদান বিজেপির জন্য বড় সুবিধা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

দলের এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “মৈথিলী ঠাকুর শুধু একজন শিল্পী নন, তিনি বিহারের সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক। তাঁর যোগদান ভোটে ইতিবাচক প্রভাব ফেলবে।”