Tuesday, April 23, 2024
দেশ

উড়িষ্যার মুখ্যমন্ত্রীর লক্ষ্য করে জুতা নিক্ষেপ, গ্রেফতার অভিযুক্ত

বারগড় জেলায় মঙ্গলবার এক নির্বাচনী সভায় ভাষণ দেয়ার সময় উড়িষ্যার মুখ্যমন্ত্রী তথা বিজেডি নেতা নবীন পট্টায়ায়েককে লক্ষ্য করে জুতা ছোঁড়া হয়েছে। নিরাপত্তারক্ষীদের তৎপরতায় মুখ্যমন্ত্রীর কোনো আঘাত লাগেনি। জুতা গিয়ে লাগে এক নিরাপত্তারক্ষীর দেহে। যে ব্যক্তি জুতা ছুঁড়েছিলেন তাকে গ্রেফতার করা হয়েছে।

বেজিপুর বিধানসভা কেন্দ্রের কুম্ভারি গ্রামে মঙ্গলবার এই ঘটনা ঘটে। সেখানে ওই আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর হয়ে রোড শো করার পর বক্তব্য দিচ্ছেলেন মুখ্যমন্ত্রী নবীন পট্টায়ায়েক।

অভিযুক্ত বারগড় জেলারই বুদ্ধপল্লি গ্রামের বাসিন্দা। তার নাম কার্তিক মেহের। জুতা ছোঁড়ায় কার্তিককে উত্তেজিত জনতা মারধর করেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, এই ঘটনায় মুখ্যমন্ত্রী আহত হননি, ওই জুতো ওনার সুরক্ষা কর্মীদের ওপর লাগে। বিজেপুরে আগামী ২৪ ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা হবে।