Friday, April 26, 2024
আন্তর্জাতিক

নির্বাচনে জিতে ইতিহাস গড়লেন শিনজো অ্যাবে

জাপানে আগাম সাধারণ নির্বাচনে দুই-তৃতীয়াংশ (সুপার মেজরিটি) ভোট পেয়ে জয়ী হয়েছে  প্রধানমন্ত্রী শিনজো আবের নেতৃত্বাধীন ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও তাদের শরিক কুমেতো।

রবিবার অনুষ্ঠিত নির্বাচনে পার্লামেন্টের নিম্নকক্ষ ডায়েট-এর ৪৬৫টি আসনের মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি পেয়েছে ৩১৩টি আসন। যা গতবারের চেয়ে দুটি বেশি। এর ফলে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন শিনজো অ্যাবে। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটিতে সর্বাধিকবার নির্বাচিত কোনো প্রধানমন্ত্রী।

রবিবার অনুষ্ঠিত আগাম নির্বাচনে বিজয়ী হওয়ার পর অ্যাবে বলেন, জাপানের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ থাকায় সেগুলোর ব্যাপারে কঠোর অবস্থান নেয়ার জন্য জনগণের পক্ষ থেকে তার শক্ত ম্যান্ডেট প্রয়োজন ছিল। সেই ম্যান্ডেট নেয়ার জন্যই তিনি নির্ধারিত সময়ের চেয়ে এক বছর আগে পার্লামেন্ট নির্বাচনের আয়োজন করেছেন।