Tuesday, June 18, 2024
বিনোদন

শাহরুখকে ছাপিয়ে ফোর্বসের তালিকায় বাজিমাত অক্ষয়-সলমনের

মুম্বাই: বলিউডে সবচেয়ে দামি তারকা হিসেবে আমির-সমলন-শাহরুখ খানকে পেছনে ফেলেছেন অক্ষয় কুমার। বিশ্বখ্যাত মাগ্যাজিন ফোবর্সের করা এক জরিপে উঠে এসেছে এই তথ্য। সোমবার বিশ্বের ১০০ শীর্ষ পারিশ্রমিক পাওয়া তারকার নাম প্রকাশ করে ম্যাগাজিনটি; যাতে অক্ষয় কুমারের অবস্থান ৭৬। অক্ষয়ের বার্ষিক আয় প্রায় ৪ কোটি মার্কিন ডলার এবং সলমনের ৩ কোটি ৭০ লক্ষ ৷

ওই তালিকায় শীর্ষস্থান অর্জন করেছেন আমেরিকার বক্সার ফ্লয়েড মেওয়েদার। দ্বিতীয় অবস্থানে রয়েছেন হলিউড অভিনেতা জর্জ ক্লুনি। তালিকায় বলিউড তারকা সলমনের অবস্থান ৮২–তে। তবে ওই তালিকায় শাহরুখ খানের নাম নেই।

অভিনেতা, অ্যাথলিটস, মিউজিশিয়ান, কমেডিয়ান এবং ব্যক্তিত্বদের উপার্যনের ভিত্তিতে তাঁদের র‍্যাঙ্কিং তৈরি করে ফোবর্স ম্যাগাজিন কর্তৃপক্ষ। পরিসংখ্যান অনুযায়ী, বলিউড তারকা অক্ষয় কুমারের বার্ষিক আয় ২৭৬ কোটি ৫৯ লাখ ৪৭ হাজার ৫০০ রুপি। অথচ অক্ষয় কুমার শাহরুখ বা সলমন খানের মত হাজার কোটি টাকার বাজেটের ছবি খুব কমই করেন। তবে বছরে তিনি কমপক্ষে ৩ টা ছবি করেন।