Sunday, September 15, 2024
দেশ

সাইবার যুদ্ধে একাধিক পাকিস্তানি ওয়েবসাইট হ্যাক করল ভারতীয় হ্যাকাররা

ইসলামাবাদ: কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার পরে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে। সব স্তরেই শুরু হয়েছে বিচ্ছেদ। প্রভার পড়েছে পাক-ভারত ম্যাচেও। এবার সাইবার দুনিয়ায় পুলওয়ামা আক্রমণের আঁচ পড়তে শুরু করল।

‘টিম আই ক্রিউ’ নামে এক দল ভারতীয় হ্যাকার ইতিমধ্যেই একাধিক পাকিস্তানি ওয়েবসাইট হ্যাক করেছে। সোশ্যাল মিডিয়ায় এই তালিকা প্রকাশ হয়েছে। জানা গেছে, এটাই আজ পর্যন্ত ভারতের তরফ থেকে পাকিস্তানের উপর হওয়া সব থেকে বড় সাইবার হামলা।

হ্যাকিং এর পরে একাধিক পাক ওয়েবসাইটে ভারতীয় হ্যাকাররা লিখে দিয়েছেন “আমরা ১৪/০২/২০১৯ দিনটা কোনও দিন ভুলব না”।

ভারতীয় হ্যাকাররা হ্যাক করেছে পাক সরকারের বিদেশ মন্ত্রকের ওয়েবসাইট। এছাড়াও পাক সেনার ওয়েবসাইট হ্যাক করেছে বলেও খবর। পাকিস্তানের জনপ্রিয় সংবাদপত্র ‘ডন’ এর রিপোর্ট অনুযায়ী, বেশ কিছু দিন ধরেই পাক বিদেশ মন্ত্রকের ওয়েবসাইট ঠিকঠাক কাজ করছে না।

পাকিস্তানের হ্যাক হওয়া ওয়েবসাইটগুলি হলো:

https://sindhforests.gov.pk/op.html
https://mail.sindhforests.gov.pk/op.html,
https://pkha.gov.pk/op.html
https://ebidding.pkha.gov.pk/op.html,
https://mail.pkha.gov.pk/op.html
http://kda.gkp.pk/op.html,
http://blog.kda.gkp.pk/op.html,
http://mail.kda.gkp.pk/op.html,
https://kpsports.gov.pk/op.html,
https://mail.kpsports.gov.pk/op.html,
http://seismic.pmd.gov.pk/op.html
http://namc.pmd.gov.pk/op.html
http://rmcpunjab.pmd.gov.pk/FlightsChartFolder/op.html
http://ffd.pmd.gov.pk/modis/op.html
http://radar.pmd.gov.pk/islamabad/op.html,
http://pjm.pmd.gov.pk/cache/op.html
http://202.163.66.44:811/14-02-2019.html
http://www.urbanunit.gov.pk/upload/14-02-2019.php
https://opf.edu.pk/14-02-2019.php