Saturday, July 27, 2024
দেশ

প্ৰত্যেক ঘোষণার পরে ‘জয় হিন্দ’ বলার নির্দেশিকা এয়ার ইন্ডিয়ায়

নয়াদিল্লি: এবার থেকে উড়ানে প্রত্যেক ঘোষণার পরে ‘জয় হিন্দ’ বলতে হবে। কেবিন এবং ককপিট ক্রুদের জন্য এমনই নির্দেশিকা জারি করেছে এয়ার ইন্ডিয়া। অবিলম্বে এই নির্দেশিকা কার্যকর হবে। সোমবার একথা জানালেন বিমান সংস্থার ডিরেক্টর অপারেশন অমিতাভ সিং৷

ক্রুদের উদ্দেশে এক নির্দেশিকায় এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যে কোনও ঘোষণা করার পরে সামান্য থেমে এবার থেকে সকলকে উৎসাহ সহকারে ‘জয় হিন্দ’ বলতে হবে। এই মুহূর্তে এই রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থায় রয়েছে ৩৫০০ কেবিন ক্রু এবং ১২০০ ককপিট ক্রু।

প্রসঙ্গত, এর আগে ২০১৬ সালে এয়ার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর অশ্বিনী লোহানি জানিয়েছিলেন, বিমানের যাত্রাপথে বারবারই যাত্রীদের সঙ্গে ফ্লাইট ক্যাপ্টেনের সংযোগ স্থাপন করা প্রয়োজন। তারা যাত্রীদের সঙ্গে যত ভদ্র, নম্র ব্যবহার করবেন, যতবার স্বাগত জানাবেন ততই এই সংযোগ দৃঢ় হবে। স্মিত-হাস্যে নমস্কার জানালে তাতে যেমন যাত্রীরা খুশি হবেন, তেমনই আমাদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানানো হবে।