Tuesday, June 18, 2024
দেশ

শহিদদের মায়ের পা ছুঁয়ে প্রণাম করলেন প্রতিরক্ষামন্ত্রী

দেরাদুন: দেরাদুনে শৌর্য সম্মান সমারোহের এক অনুষ্ঠানে শহিদদের মায়ের পা ছুঁয়ে প্রণাম করলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন।

শহিদদের স্ত্রী এবং মা-বাবাকে সম্মান জানাতে গতকাল দেরাদুনের হাতিবারকালা এলাকায় শৌর্য সম্মান সমারোহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে তাঁদের হাতে ফুলের তোড়া এবং শাল তুলে দেন প্রতিরক্ষামন্ত্রী। শুধু তাই নয়, শহিদদের মায়ের পা ছুঁয়ে প্রণামও করেন প্রতিরক্ষামন্ত্রী।

গতকাল টুইটারে এই ভিডিওটি পোস্ট করেন মুসৌরির বিজেপি বিধায়ক গণেশ জোশি। ভিডিওতে দেখা যাচ্ছে, যখনই সেনাদের মায়েরা মঞ্চে আসছেন, প্রতিরক্ষামন্ত্রী তাঁদের পা ছুঁয়ে প্রণাম করে শ্রদ্ধা জানাচ্ছেন।

গতকালের অনুষ্ঠানে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল প্রসঙ্গে নির্মলা সীতারমন জানান, গত ৬০ বছর ধরে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের কাজ আটকে ছিলো। কিন্তু বিজেপি সরকার দায়িত্ব সহকারে দেশের শহিদদের তা উৎসর্গ করেছে।