Monday, June 24, 2024
কলকাতা

এবার বিদ্যুৎ দফতরের চাকরি থেকে সাসপেন্ড শান্তনু বন্দ্যোপাধ্যায়

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সান্তনু বন্দ্যোপাধ্যায়কে বিদ্যুৎ দপ্তরের চাকরি থেকে সাসপেন্ড করা হলো। উল্লেখ্য, গতকালই তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে তাকে। তার ২৪ ঘন্টার মধ্যেই এবার চাকরি খোয়ালেন এই প্রাক্তন তৃণমূল যুব নেতা।

বাবার অকাল মৃত্যুতে বিদ্যুৎ বণ্টন সংস্থার গ্রুপ ডি পদে চাকরি পেয়েছিলেন শান্তনু। বলাগড়ের সোমড়াবাজারের মগরা বিদ্যুৎ দফতরে কর্মরত ছিলেন তিনি।

বুধবার বিদ্যুৎ বণ্টন সংস্থার তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শান্তনু বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হলো।

মঙ্গলবারই কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল।