Tuesday, May 21, 2024
টালিউড

এবার নিজেকে ‘ইন্ডাস্ট্রির লিডিং হিরো’ দাবি করে বসলেন বনি, ব্যঙ্গ-বিদ্রুপে জেরবার সোশ্যাল মিডিয়া

কলকাতা ট্রিবিউন ডেস্ক: নিয়োগ দুর্নীতি কান্ডে নাম জড়িয়েছে টলিউড অভিনেতা বনি সেনগুপ্তর। ইডির দাবি, যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের থেকে দামি গাড়ি নিয়েছিলেন তিনি। এরপর জেরার জজ্য দফায় দফায় ডেকে পাঠানো হয় বনিকে। মঙ্গলবার ফের সিজিও কমপ্লেক্সে জেরার জন্য ডাকে হয় তাকে।

ইডি দফতর থেকে বেরিয়ে বনি বলেন, ”আমি টলিউডের লিডিং মোস্ট হিরো..। আমি যে পারিশ্রমিকটা নিই, সেটা আমি মেনে নিতে পারি। এতগুলো বছর খেটে সেই পারিশ্রমিকটা আমি উপার্জন করেছি। তাই সেটার ওপর কেউ কথা বলতে পারে না..।”

এরপরে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে তীব্র ব্যঙ্গ বিদ্রুপ শুরু হয়। নেটিজেনদের কেউ কেউ তাকে ‘নোবেল জয়ী অভিনেতা’, কেউ আবার ‘হিরো আলম’, ঢপবাজের সঙ্গে তুলনা করেন।