Thursday, April 25, 2024
বিনোদন

সমবয়সী বিয়ে কি শেষ পর্যন্ত টিকে থাকে ?

একটা সময় পর্যন্ত মনে করা হত, পাত্রের তুলনায় পাত্রীর কমপক্ষে ১৫-২০ বছরের ছোট হওয়া উচিত। স্বামীর বয়স স্ত্রীর বয়সের দ্বিগুণ হওয়াটাও ছিলো স্বাভাবিক ব্যাপার। তবে, সময়ের সাথে সাথে পাল্টেছে মানুষের চিন্তা ভাবনা। আর সেই বদলানো সময়ে বিশেষজ্ঞেরা মনে করেন, পাত্রীর চেয়ে পাত্রের বয়স কমপক্ষে ৩-৫ বছর বেশি হলে দাম্পত্য সমস্যার সম্ভাবনা অনেকটাই কমে যায়। কারন হচ্ছে, প্রাকৃতিক কারণেই পুরুষের তুলনায় মেয়েরা শারিরীক ও মানসিকভাবে দ্রুত পরিপক্ক হয় এবং একজন নারীর শরীরে বার্ধক্য আসে পুরুষের থেকে তাড়াতাড়ি। ফলে মধ্য ৩৫-৪০ পর থেকেই দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন দানা বাঁধতে শুরু করে।

তবুও ব্যতিক্রম সবসময়ই থাকে। তাই সমবয়সী বিয়ের জন্যে ছেলে-মেয়েদের অহেতুক মাথা ঘামানোর কিছু নেই। সমবয়সী বিয়ে করেও অনেকই দারুণ সুখী। বিষয়টি আসলে তাদের দুজনের বোঝাপড়ার। নিজেরা নিজেদের সাথে খাপখাইয়ে নিতে পারে তাহলে কোনো সমস্যা হতে হবে না তবে বিয়েটা মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপুর্ণ সিন্ধান্ত তাই সময় নিয়ে চিন্তা করেই সিন্ধান্ত নেয়া উচিৎ।