Saturday, April 20, 2024
দেশ

‘শুধু তাজমহল কেন! সংসদ, রাষ্ট্রপতি ভবনও ভেঙে ফেলা হোক’

নয়াদিল্লি: সমাজবাদী পার্টি (সপা)-র বিধায়ক আজম খান সংসদ ভবন, রাষ্ট্রপতি ভবনকে ‘দাসত্বের প্রতীক’ বললেন। আর তাই সেগুলিকে ভেঙে গুঁড়িয়েও দেওয়ার পরামর্শ দিলেন তিনি।

সপা বিধায়কের মন্তব্য বিজেপি বিধায়কের প্রতি কটাক্ষ কি না, তা অবশ্য জানা যায়নি।

এর আগে গত রবিবার বিজেপি দলের নেতা সংগীত সোম এক সমাবেশে বক্তৃতা করার সময় বলেন, তাজমহল বিশ্বাসঘাতকের তৈরি, যা ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। সংগীত সোম বলেন, ‘‘অনেকে এটা নিয়ে খুব উদ্বিগ্ন। কিন্তু কোন ইতিহাসের কথা বলা হচ্ছে? তাজমহলটা যিনি বানিয়েছিলেন, তিনি তাঁরা বাবাকে বন্দি করে রেখেছিলেন। তিনি হিন্দুদের বিনাশ চেয়েছিলেন।’’

সপা বিধায়ক আজম খান আরও কয়েক ধাপ এগিয়ে মঙ্গলবার বলেন, ‘‘শুধুই তাজমহল কেন? কেন ভেঙে গুঁড়িয়ে ফেলা হবে না সংসদ ভবন, রাষ্ট্রপতি ভবন, কুতুব মিনার, লালকেল্লাও? এগুলির সবই তো গোলামির চিহ্ন বহন করে চলেছে। দাসত্বের প্রতীক। আরএসএস বলে এগুলি বিশ্বাসঘাতকদের বানানো। তা-ই যদি হয়, তা হলে সেগুলিকেও তো ভেঙে ফেলা উচিত।’’