Saturday, July 27, 2024
বিনোদন

বেকাদায় সলমন খান, কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় ২৮ সেপ্টেম্বর আদালতে হাজিরার নির্দেশ

যোধপুর: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সময়টা মোটেও ভালো যাচ্ছে না সলমন খানের। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার থেকে শুরু করে যাই করছেন না কেন তীব্র ট্রোলিংয়ের মুখে পড়ছেন সলমন। এর মধ্যেই এবার কৃষ্ণসার হরিণ শিকার মামলা এবং অস্ত্র আইন মামলায় যোধপুর জেলা আদালতে সলমন খানকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ।

সোমবার যোধপুর জেলা আদালত এই নির্দেশ দেয়। এদিন এই মামলার শুনানিতে হাজির হওয়ার কথা ছিল সলমনের। তবে করোনার কারণ দেখিয়ে সলমনের আইনজীবী হস্তিমল সারশ্বত জানান সশরীরে হাজিরা দিতে পারছেন না সলমন। বিচারক রাঘবেন্দ্র কচ্ছবাহ এদিনের শুনানি স্থগিত করে দেন। বিচারক সলমন খানকে আগামী ২৮ সেপ্টেম্বরের শুনানিতে আবশ্যিকভাবে হাজিরার নির্দেশ দেন।

সলমনের আইনজীবী হস্তিমল সারশ্বত বলেন, অনুরোধ জানিয়েছিলাম করোনা আবহে সলমন খান সশরীরে হাজিরা দিতে পারবেন না। কিন্তু আদালত সলমনের উপস্থিতি আবশ্যিক বলে জানিয়েছে।

উল্লেখ্য, ১৯৯৮ সালে হাম সাথ সাথ হ্যায় শ্যুটিং চলাকালীন সলমনের উপর কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে। যোধপুরের কঙ্গনি গ্রামে দুটি কৃষ্ণ হরিণ শিকারের অভিযোগ রয়েছে অভিনেতা উপর।