Friday, April 19, 2024
বিনোদন

রাজ্যসভায় অপদস্থ হওয়ার পর ফেসবুকে মুখ খুললেন সচিন

নিউদিল্লি: বৃহস্পতিবার রাজ্য সভায় কার্যত শূণ্য রানে আউট হওয়ার পর এবার নিজের বক্তব্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকর।

বৃহস্পতিবার সচিনকে নিজের বক্তব্য রাখার জন্য দুপুর ২ টার সময় দিয়েছিলেন সভাপতি ভেঙ্কাইয়া নাইডু। কিন্তু 2G নিয়ে কংগ্রেস গন্ডগোল শুরু করে দেওয়ার শচীনের আর বক্তব্য রাখা সম্ভব হয়নি। এই নিয়ে গোটা দেশে নিন্দা শুরু হয়। ফেসবুকে পোস্ট করলেন নিজের একটি ভিডিও, যেখানে দেশের উদ্দেশ্যে এক বিশেষ বার্তা রাখলেন।

১৫ মিনিটের এই ভিডিওতে সচিন ভারতকে শুধুমাত্র ক্রীড়া প্রেমী দেশ হয়ে না থেকে সক্রিয়ভাবে খেলার সঙ্গে যুক্ত হওয়ার ডাক দিয়েছেন। তাঁর মতে নিজে একজন খেলোয়াড় বলেই বার বার তিনি খেলার উপকারিতা সম্পর্কে দেশকে সচেতন করতে চান। শারীরিকভাবে সুস্থ ও সবল হতে হলে খেলাধূলার কোনও জুড়ি নেই বলেও বার বার উল্লেখ করেন তিনি।

তাঁর বক্তব্যে উঠে এসেছে দেশের এক গম্ভীর সমস্যার কথাও। তিনি আরও একবার মনে করিয়ে দেন, ভারত বিশ্বের ডায়াবিটিক রাজধানী। অন্যদিকে ওবিসিটির ক্ষেত্রেও বিশ্বের তৃতীয় নম্বরে রয়েছে ভারতের নাম।

দেখুন সেই ভিডিও