Wednesday, April 24, 2024
দেশ

৯৯ থেকে বেড়ে গুজরাটে বিজেপির বিধায়ক সংখ্যা হলো ১০০

গান্ধীনগরঃ মাত্র একরানের জন্য শতরান হাতছাড়া হয়েছিল। তবে সরকার গঠনের আগেই এক রান তুলে নিল মোদী-শাহ জুটি। গুজরাটে বর্তমানে একশো জন বিধায়কের সমর্থন নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি।

গুজরাটে ২২ বছর রাজ্য শাসন করা বিজেপির এবার তিন অঙ্কে পৌঁছতে পারেনি। এটা তাদের নৈতিক জয় বলে প্রচার করেছিল কংগ্রেস। কিন্তু ফল ঘোষণার ৪ দিনের মাথায় সেই কাজটাও করে ফেললো রাজ্য বিজেপি। বিজেপিকে নিঃশর্ত সমর্থন দিলেন জয়ী নির্দল জনপ্রতিনিধি রতনসিং রাঠৌর। কংগ্রেসের টিকিট না-পেয়ে মধ্য গুজরাট থেকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন তিনি।

১৮২ টি আসন বিশিষ্ট গুজরাট বিধানসভায় সরকার গড়তে দরকার ৯২ টি আসন। বিজেপির কাছে প্রয়োজনীয় সংখ্যা থাকলেও ১০০ না করতে পারায় তাদের বিরোধীদ্দের কটাক্ষের মুখে পরতে হচ্ছিল। ভোটগণনার পর কংগ্রেস দাবি করেছিল, ৩ নির্দল বিধায়কের সমর্থন নিয়ে তাদের আসন সংখ্যা ৮০। তাই সেঞ্চুরি করতে পেরে খুশি পার্টি নেতা-কর্মী সবাই।