Friday, January 17, 2025
আন্তর্জাতিক

মুম্বাই হামলায় অভিযুক্ত রানাকে ভারতের হাতে তুলে দিচ্ছে আমেরিকা, অস্বস্তিতে পাকিস্তান, ফাঁস ইমেইল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২৬/১১ মুম্বাই হামলার (Mumbai Attacks) অন্যতম অভিযুক্ত পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান ব্যবসায়ী তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দিচ্ছে আমেরিকা। এই খবর সামনে আসতেই ‘দুশ্চিন্তা’ বাড়লো পাকিস্তানের।

ফাঁস হওয়া ইমেইল থেকে জানা গেছে, পাকিস্তান প্রশাসন আমেরিকায় অবস্থিত পাক দূতাবাসকে বিষয়টির দিকে নজর রাখতে বলেছে। নিউ ইয়র্কে পাকিস্তানের কনসাল জেনারেলকে এমনটাই নির্দেশ দিয়েছে পাকিস্তান প্রশাসন। 

পাকিস্তান প্রশাসনের ফাঁস হওয়া একটি ইমেল থেকে বিষয়টি সামনে এসেছে। ফলে বোঝাই যাচ্ছে, রানাকে ভারতে ফিরিয়ে আনার খবরে অস্বস্তিতে পাকিস্তান।

এদিকে, রানাকে ভারতে ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত হওয়াকে ভারতের কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

বর্তমানে আমেরিকার জেলে বন্দি অবস্থায় রয়েছেন রানা। তাকে ভারতের হাতে তুলে দিতে প্রস্তুতি শুরু করেছে জো বাইডেনের প্রশাসন। ইতিমধ্যেই রানার আবেদন খারিজ করে দিয়েছে আমেরিকার আদালত। যার ফলে রানার ভারতে প্রত্যবর্তণে আর কোনও আইনি বাধা নেই।