Friday, March 29, 2024
আন্তর্জাতিক

রোহিঙ্গা শরণার্থীরা গণমাধ্যমের সঙ্গে কথা বলার চেয়ে ছবি তুলতে বেশি আগ্রহী

বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীরা গণমাধ্যমের সঙ্গে কথা কলতে যতটা আগ্রহী, তারচেয়ে বেশি আগ্রহী ছবি তেলার সময় ভিড় করতে। বোরকা পরা এই নারীর একক ছবি তোলা কঠিন হয়ে গিয়েছিল এমন ভিড়ের কারণে।

প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর তাণ্ডবে পালিয়ে এসে বাংলাদেশের শরণার্থী শিবিরে আশ্রয় নিয়ে আছে ছয় লাখ ২৫ হাজারের বেশি রোহিঙ্গা।

কক্সবাজারের উখিয়া-টেকনাফেঅবস্থিত রোহিঙ্গা শরণার্থী শিবির গুলোকে ঘিরেই চলছে অবাধে মাদক ব্যবসা। প্রতিদিন আইন শৃংখলা বাহিনীর হাতে আটক হচ্ছে ইয়াবা সহ রোহিঙ্গা। নতুন পুরাতন রোহিঙ্গারা নানান অপরাধে জড়িয়ে পড়ছে। এদের কারণে এখানকার পরিবেশ নষ্ট হচ্ছে।

স্থানীয় এলাকাবাসী বলছেন সীমান্ত এলাকায় নানান অপরাধের সাথে জড়িত রোহিঙ্গারা। ইয়াবা কারবারীরা কম টাকায় তাদের ব্যবহার করছেন। উখিয়া-টেকনাফের ১২ টি পয়েন্ট দিয়ে আসছে ইয়াবা ট্যাবলেট। শরণার্থী ক্যাম্পে দীর্ঘদিন ধরে বসবাস করার কারণে এখানকার ইয়াবা কারবারীদের সাথে গভীর সম্পর্ক রয়েছে।