‘বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে’, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা মোদীর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশে হাসিনা সরকারের পদত্যাগের পরে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এবার বাংলাদেশের চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার ফোনে দু’দেশের রাষ্ট্রনেতা এ বিষয়ে আলোচনা করেন।
এ বিষয়ে নয়াদিল্লির তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যৌথভাবে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাংলাদেশের আইন-শৃঙ্খলা ব্যবস্থা পুনরায় স্বাভাবিক করার পাশাপাশি সংখ্যালঘুদের সুরক্ষার উপরে জোর দেন মোদী-বাইডেন। বিশেষত হিন্দুদের নিরাপত্তার নিশ্চিত করার উপরে জোর দেন দুই রাষ্ট্রনেতা।’