Friday, April 19, 2024
আন্তর্জাতিক

যৌন কেলেঙ্কারিতে রেডক্রসের ২১ কর্মী চাকুরিচ্যুত

এবার যৌন কেলেঙ্কারির তালিকায় উঠে এসেছে দাতব্য সংস্থা রেডক্রসের নাম। এ বিষয়ে ‘ইন্টারন্যাশনাল কমিটি ফর রেডক্রস’-এর মহাপরিচালক ইউভস ড্যাকর্ড জানান, ২০১৫ সাল থেকে এ পর্যন্ত যৌন কেলেঙ্কারিতে রেডক্রসের ২১ জন কর্মী  চাকুরিচ্যুত হয়েছেন।

ড্যাকোর্ড শুক্রবার বলেন, এ ধরনের আচরণ জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। এতে যেসব সম্প্রদায়কে আমরা সেবা দিচ্ছি, তাদের সঙ্গেও প্রতারণা করা হচ্ছে। এ ঘটনার কথা জানাতে বাধ্য হওয়ায় আমি গভীরভাবে দুঃখিত।

তিনি বলেন, এলোমেলোভাবে ছড়িয়ে থাকা দাতব্য সংস্থার বিকেন্দ্রীভূত ধরনের কারণে এ রকম আরও অনেক ঘটনার প্রতিবেদন দেয়া সম্ভব নাও হতে পারে। এমনটিও হতে পারে, সেসব ঘটনা সঠিকভাবে সামাল দেয়া হয়নি। কারণ বিশ্বব্যাপী আমাদের প্রায় ১৭ হাজার কর্মী রয়েছে। রেডক্রসের সকল কর্মী, স্বেচ্ছাসেবক ও অংশীদার প্রতিষ্ঠানগুলোকে এ ধরনের অসদাচরণ প্রতিরোধে আরও সোচ্চার হওয়ার আহবান জানান ড্যাকর্ড।