সৌদি নারীরা সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন

সৌদি আরবের সেনাবাহিনীতে এখন দেশটির নারীরা যোগ দিতে পারবেন। সৌদি আরবের সাধারণ নিরাপত্তা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, রিয়াদ, মক্কা, আল কাসেইম এবং আল মদিনায় নিয়োজিত সেনবাহিনীতে সৈনিক পদে নিয়োগ দেওয়া হবে নারীদের। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ‘ভিশন ২০৩০’ নামের যে লক্ষ্য নিয়ে এগোচ্ছেন তারই অংশ এই পদক্ষেপ।

বিবৃতিতে বলা হয়েছে, আবেদনকারী নারীকে অবশ্যই সৌদি বংশোদ্ভূত হতে হবে। যেসব নারী বিদেশিদের বিয়ে করেছেন, তাঁরা আবেদন করতে পারবেন না। তাদের বয়স ২৫ বছর থেকে ৩৫ বছর হতে হবে। কমপক্ষে হাইস্কুল পাস করতে হবে। কোনো অপরাধ থাকলে এবং কোনো সরকারি সংস্থায় কাজ করলে নিয়োগ পাবেন না ওইসব নারীরা।

সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মুহাম্মদ বিন সালমানের দেশটিকে তেল নির্ভরতা থেকে মুক্ত করে বেসরকারি খাতকে প্রসারিত করতে ধর্মীয় রীতিনীতি ও সামাজিক সংস্কারের উদ্যোগ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।