Tuesday, April 23, 2024
দেশ

১০ বছরের সেই কিশোরী মাকে ধর্ষণ করেছিলেন ছোট চাচা

চন্ডীগড়ে মাত্র ১০ বছর বয়সেই সন্তানের জন্ম দিয়ে হইচই ফেলে দেয় এক কিশোরী। গত আগস্টের সেই ঘটনায় কিশোরীর এক চাচাকে গ্রেফতার করা হয়। তবে নবজাতকের ডিএনএ পরীক্ষার পর জানা গেছে, আটক হওয়া সেই চাচা নন, যেই চাচাকে এখনো গ্রেফতার করা হয়নি তিনিই ধর্ষক।

চন্ডীগড়ের পুলিশ কর্মকর্তা নীলাম্বরী বিজয় বলেন, ‘যাকে গ্রেফতার করা হয়েছিল তার ছোট ভাই ধর্ষণ করেছে। তার সঙ্গে নবজাতকের ডিএনএ মিলে গেছে।

গত জুলাইয়ের মাঝামাঝি মেয়েটি পেটে ব্যথা হওয়ার কথা জানালে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার সন্তানসম্ভবা হওয়ার বিষয়টি জানা যায়। ভারতে ২০ সপ্তাহ হয়ে যাওয়ার পর আর গর্ভপাত করানো যায় না। চন্ডীগড় আদালত সেই অনুমতি দেয়নি। বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার পর ভারত ও বিশ্বব্যাপী বিষয়টি আলোড়নের সৃষ্টি করে।

মেয়েটির ছোট চাচাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে, নবজাতকের সঙ্গে ডিএনএ না মিললেও মেয়েটির বড় চাচার মুক্তি মিলছে না। কারণ তিনিও মেয়েটির শ্লীলতাহানি করেছেন। সূত্র : বিবিসি