Friday, April 26, 2024
দেশ

দেশের ১৪তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন রামনাথ কোবিন্দ

আজ মঙ্গলবার ভারতের ১৪তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন রামনাথ কোবিন্দ। সকাল সাড়ে দশটার সময় প্রথমে রাজঘাটে মহাত্মা গান্ধির সমাধিস্থলে শ্রদ্ধার্ঘ্য জানাতে যান রামনাথ কোবিন্দ। এরপরে বেলা ১২টার দিকে প্রণব মুখার্জির সাথে রাষ্ট্রপতি ভবনে যান। সেখানে তাদের অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপরাষ্ট্রপতি হামিদ আনসারি ও স্পিকার সুমিত্রা মহাজন৷

সংসদের সেন্ট্রাল হলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহার ১২ টা ১৫ মিনিটে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহনের পরেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকের সম্মানে ২১ বার গান স্যালুট করা হয়। গান স্যালুটের পরে রামনাথ কোবিন্দ নিজের বক্তব্য রাখেন। রাষ্ট্রপতি পদে শপথের পরে নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, ‘মাটির ঘর থেকেই আমার যাত্রা শুরু’,। এবং তিনি ঐক্যবদ্ধ ভারতের গড়ার ডাক দেন।

শপথ গ্রহনের সময় উপস্থিত ছিলেন সদ্য সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, স্পিকার সুমিত্রা মহাজন, প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল, নীতিশ কুমার, মমতা বন্দ্যোপাধ্যায়, উপরাষ্ট্রপতি হামিদ আনসারি সহ কেন্দ্রীয় মন্ত্রীরা।

সবশেষে দুপুর ২ ঘটিকায় প্রণব মুখার্জির সাথে রামনাথ কোবিন্দ ঘোড়ার গাড়িতে রওনা দেবেন রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে৷