Friday, March 29, 2024
দেশ

মহীশূরের পক্ষীমানব

পাখির কলকাকলি ভালোবাসে না, এমন মানুষ পৃথিবীতে কমই আছে। তবে ভারতের দক্ষিণ- পশ্চিমাঞ্চলীয় রাজ্য কর্নাটকের মহীশূরের বাসিন্দা ড. গণপতি সচিদানন্দ স্বামীজি তার নিজ শহর মহীশূরে গড়ে তুলেছেন ‘সুখা ভানা’ নামের এক বিশাল পাখিশালা।

যা সম্প্রতি ব্যক্তি উদ্যোগে তৈরি বিশ্বের সবচেয়ে বড় পাখিশালা হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে। এর আগে অনেকে পাখিশালা তৈরি করলেও এটিই সবচেয়ে বড়। এটি ৫০ মিটার উঁচু তারের জাল দিয়ে ঘেরা।

তার এ পাখিশালায় রয়েছে ৪৬৪ ভিন্ন প্রজাতির ২,১০০ পাখি। এ পাখিশালা গড়ে তোলার ফলে ড. সচিদানন্দ ‘মহীশূরের পক্ষীমানব’ হিসেবে পরিচিতি লাভ করেছেন।