Wednesday, September 11, 2024
দেশ

রাম-ভূমিকায় রাহুল; হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাতের অভিযোগ দায়ের

পাটনা: দেশের মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং তাঁর দল। এই অভিযোগে রাহুল গান্ধী এবং বিহারের প্রদেশ কংগ্রেস সভাপতির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ঘটনার সূত্রপাত কংগ্রেসের একটি পোস্টার ঘিরে। যেখানে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে ভগবান শ্রী রাম চন্দ্র রূপে দেখানো হয়েছে। এই ধরনের পোস্টারে ছেয়ে গিয়েছে গোটা পাটনা শহর। একই সঙ্গে ওই শহরের পার্শ্ববর্তী এলাকাগুলিতেও এই ধরনের পোস্টার চোখে পড়েছে।

পাটনায় ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে কংগ্রেসের ‘জন আকাঙ্ক্ষা পদযাত্রা’। সেখানে রাহুলের অংশ নেওয়ার কথা রয়েছে। লম্বা চুল, গলায় লম্বা মালা, কাঁধে তীর ধনুক দিয়ে রামের বেশে পোস্টারের মধ্যমণি তিনিই। আশেপাশে অবশ্য সোনিয়া গান্ধী, মনমোহন সিংয়ের মতো প্রবীণ নেতারাও রয়েছেন।

অভিযোগ, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে রামের অবতার রূপে দেখানোয় হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করা হয়েছে। সভাপতি রাহুল গান্ধী সহ বিহার প্রদেশ কংগ্রেস সভাপতি মদন মোহন ঝা সহ আরও চার কংগ্রেস কর্মীর বিরুদ্ধে পাটনা সিভিল কোর্টে অভিযোগ দায়ের করা হয়েছে।