Friday, April 19, 2024
আন্তর্জাতিক

কানাডার কুইবেকে সরকারি প্রতিষ্ঠানে বোরকা-নেকাব নিষিদ্ধ

কানাডার কুইবেক প্রদেশে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত নারীদের জন্য নেকাব পরা নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, আইনটিই পাশ করেছে কুইবেক ন্যাশনাল অ্যাসেম্বলি। সরকারি প্রতিষ্ঠানে কর্মরত নারীদের বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ করে তাদের মুখ দেখানো বাধ্যতামূলক করা হচ্ছে এই আইনের মাধ্যমে।

কুইবেক ন্যাশনাল অ্যাসেম্বলিতে ‘বিল সিক্সটি-টু’ নামের এই আইনটি ৬৬-৫১ ভোটে পাস হয়। ২০১৪ সাল থেকে ক্ষমতায় থাকা লিবারেলরা দুই বছর আগে বিলটি উত্থাপন করেছিল।

এখন এটি পাস হওয়ায় প্রদেশের আমলা, পুলিশ কর্মকর্তা, বাস চালক, চিকিৎসক, ধাত্রী ও দাঁতের চিকিৎসকসহ সরকারি যেকোনো প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের মুখ অনাবৃত থাকতে হবে।

এছাড়া প্রদেশের যেসব শিশুকেন্দ্রে ধর্মীয় শিক্ষা দেওয়া হতো সেই সেবাও বন্ধ হয়ে যাবে— এমনটাই বলা হচ্ছে এই আইনে।

তবে কুইবেকের ‘বিল সিক্সটি-টু’ নামের এই আইনটিতে কোথাও মুসলিমদের বিশ্বাসের কথা উল্লেখ নেই।

সরকার বলছে, কোনো ধরনের আচ্ছাদন বা আবরণ মুখে থাকবে না— এমনটাই আইনে বলা হচ্ছে। তার অর্থ এই নয় যে মুসলিমদের টার্গেট করে এমনটা করা হয়েছে।

তবে এই আইনের প্রভাব মুসলিম নারীদের ওপরেই সবচেয়ে বেশি পড়বে। সরকার বলছে, যোগাযোগ ও নিরাপত্তা ইস্যুকে মাথায় রেখে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তবে সমালোচকেরা বলছেন, এটি মুসলিম নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ। কুইবেকে কতজন নারী নেকাব পরিধান করে সেই বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য নেই। তবে ২০১৬ সালের এক জরিপের তথ্য অনুযায়ী, কানাডার ৩ শতাংশ মুসলিম নারী চাদর পরে এবং ৩ শতাংশ নারী নেকাব পরে।