Saturday, April 20, 2024
দেশ

খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংকে গ্রেফতার করতে পুলিশি অভিযান, রবিবার পর্যন্ত পাঞ্জাবে ইন্টারনেট পরিবেষা বন্ধ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: একাধিক ফৌজদারি মামলায় অভিযুক্ত স্বঘোষিত শিখ ধর্মগুরু তথা খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংহকে গ্রেফতারের জন্য তৎপর হয়েছে পাঞ্জাব পুলিশ। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে যাতে কোনও গুজব ছড়িয়ে না পারে সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। আর সেই কারণেই শনিবার থেকে গোটা পাঞ্জাবজুড়ে ইন্টারনেট পরিবেষা বন্ধ করে দিল পাঞ্জাব সরকার। রবিবার পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে।

পাঞ্জাব পুলিশ জানিয়েছে, শনিবার সকালে জলন্ধর থেকে অমৃতপাল সিংয়ের ৬ জন সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যের জনসাধারণের কাছে শান্তি ও সৌভ্রাতৃত্বের পরিবেশ বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, অমৃতপাল এখন জালন্ধরের শাহকোট এলাকার মেহতপুর গ্রামে রয়েছেন। পুরো এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। কিন্তু তার সঙ্গে আগ্নেয়াস্ত্রধারী দেহরক্ষীরা রয়েছেন। রক্তপাত এবং প্রাণহানির ঝুঁকি এড়াতে তাই চূড়ান্ত সাবধানতা অবলম্বন করা হচ্ছে।

পাঞ্জাব পুলিশের তরফে রাজ্যের নাগরিকদের আতঙ্কিত না হতে অনুরোধ করা হয়েছে। ভুয়ো খবর ও ঘৃণামূলক বক্তব্য শেয়ার করতেও বারণ করা হয়েছে।