Saturday, April 20, 2024
আন্তর্জাতিক

বাংলাদেশের কু‌ড়িগ্রা‌মে একাধিক ম‌ন্দি‌রের প্রতিমা ভাঙচুর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা সামনে এল। বাংলাদেশের কু‌ড়িগ্রা‌ম জেলার উ‌লিপুরে গত দুই দি‌নে একাধিক ম‌ন্দি‌রে প্রতিমা ভাঙচুর ও ম‌ন্দির থে‌কে প্রতিমা নি‌য়ে যাওয়ার ঘটনা ঘ‌টে‌ছে। মঙ্গলবার ও বুধবার রাতে উপ‌জেলার পৌর এলাকার যোদ্দারপাড়া ও খেওয়ারপাড় কেন্দ্রীয় শ্মশান ম‌ন্দি‌রে এ ঘটনা ঘ‌টে। এ নি‌য়ে এলাকার হিন্দুরা ক্ষোভের পাশাপা‌শি শঙ্কা প্রকাশ ক‌রে‌ছেন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকা‌লে উ‌লিপুরের ঘটনাস্থলগু‌লোতে গি‌য়ে দেখা গে‌ছে, যোদ্দারপাড়ার সন্ন্যাসীতলা ম‌ন্দি‌রের কা‌লী প্রতিমাটি ম‌ন্দি‌রের নির্ধা‌রিত স্থা‌নে নেই। ম‌ন্দি‌রের ভেত‌রে পা‌য়ের ছাপ। পা‌শে ক‌য়েক‌টি স্থা‌নে প্রতিমার ভাঙা টুকরো ও একগুচ্ছ চুল প‌ড়ে আ‌ছে।

স্থানীয় যুবক শৌ‌মিক জানান, ম‌ন্দির‌টি প্রায় সারা বছর তালাবদ্ধ থা‌কে। ভক্তরা প্রতি‌দিন বাই‌রে থে‌কে ঠাকুর‌কে পূজা দি‌য়ে যান। ম‌ন্দি‌রের গ্রিলের ওপ‌রের ফাঁকা জায়গা দি‌য়ে কেউ ভেত‌রে প্রবেশ ক‌রে প্রতিমা‌ নি‌য়ে গে‌ছেন। বাই‌রে সি‌সি ক্যামেরা লাগা‌নো র‌য়ে‌ছে। সেগু‌লোর ফু‌টেজ পরীক্ষা কর‌লে প্রতিমা নিয়ে যাওয়ার ব্যক্তিকে চি‌হ্নিত করা যাবে।

সন্ন্যাসীতলা ম‌ন্দির পরিচালনা ক‌মি‌টির সাধারণ সম্পাদক সু‌দীপ্ত দেব ধ্রুব ব‌লেন, ‘প্রতি‌দি‌নের ম‌তো সকা‌লে পূজা কর‌তে গিয়ে দে‌খি মন্দি‌রের প্রতিমা উধাও। আ‌শপা‌শে প্রতিমার ভাঙা টুকরো প‌ড়ে আ‌ছে। এটি খুবই দুঃখজনক।

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন