Saturday, September 23, 2023
আন্তর্জাতিক

৩ বছরের বড় মার্কিন অভিনেত্রী মার্কলকে বিয়ে করছেন প্রিন্স হ্যারি

সোমবার ব্রিটিশ রাজপরিবারের প্রাসাদ ‘ক্লারেন্স হাউস’ আনুষ্ঠানিকভাবে এই ‘বহুল প্রতীক্ষিত’ বিয়ের ঘোষণা দিয়েছে। রাজপ্রাসাদ এ-ও বলেছে, হ্যারি-মেগানের বাগদানও হয়ে গেছে এরইমধ্যে।

ব্রিটিশ সংবাদমাধ্যম জানায়, লন্ডনে এই নভেম্বরেই অনেকটা গোপনে বাগদান হয় হ্যারি ও মেগানের। দুই হাত আংটি বদলে মিলে যাওয়ার এই ব্যাপারটি জানতেন কেবল রানি দ্বিতীয় এলিজাবেথ ও রাজপরিবারের কিছু ঘনিষ্ঠ সদস্য।

মেগান মারকেল

২০১৬ সালের জুলাই থেকে চুটিয়ে প্রেম করছেন ৩৩ বছর বয়সী ‘সুদর্শন তরুণ’ হ্যারি ও ৩৬ বছর বয়সী ‘গ্লামার গার্ল’ মেগান। তবে তারা পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়েন গত সেপ্টেম্বরে। তারপর নানা সময়ে বিভিন্ন অনুষ্ঠানে প্রকাশ্যে অংশ নিতে দেখা যায় দু’জনকে।

মার্কলের বাবা টমাস মার্কলে এবং মা ডোরিয়া র‌্যাগল্যান্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “আমরা মার্কল ও হ্যারিকে নিয়ে দারুণ খুশি। আমাদের মেয়ে সবসময়ই একজন দয়ালু ও ভালোবাসাপূর্ণ মানুষ। হ্যারিও একই গুণের অধিকারী। তাদের দুজনকে এক হতে দেখা বাবা-মা হিসাবে আমাদের জন্য দারুণ আনন্দের। “আর্শীবাদ করি তারা আজীবন সুখে-শান্তিতে থাকুক। আমরা তাদের ভবিষ্যৎ যুগল জীবন নিয়ে দারুণ উচ্ছ্বসিত।”