Saturday, July 27, 2024
দেশ

আমেদাবাদে মেট্রো পরিষেবার প্রথম অধ্যায়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আমেদাবাদ: আমেদাবাদে মেট্রো পরিষেবার প্রথম অধ্যায়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শহরের প্রথম মেট্রোয় সফরও করলেন তিনি। পাশাপাশি শিলান্যাস করলেন দ্বিতীয় দফার মেট্রোর। আমেদাবাদে সাধারণ মানুষের জন্য মেট্রো পরিষেবা খুলছে বুধবার থেকে।

এমসি-র উমং ডেফ অ্যান্ড ডাম্ব স্কুলের বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে শহরের প্রথম মেট্রোয় সফর করেন প্রধানমন্ত্রী। ৬.৫ কিমি রাস্তা অতিক্রম করবে প্রথম দফার পরিষেবা। সংযোগ স্থাপন করবে বস্ত্রাল ও অ্যাপারেল বাজারের মধ্যে। ১০,৭৭৩ কোটি টাকা খরচে তৈরি এই মেট্রোর জন্য জাপানের থেকে ঋণ নেওয়া হয়েছে ৬,০৬৬ কোটি টাকা। কেন্দ্রীয় ও গুজরাট সরকার ১,৯৯০ কোটি টাকা করে দিয়েছে।

প্রথম মেট্রোর পাইলট ছিলেন গৌরং দরজি। আর কো-পাইলট ছিলেন সুরভি পতিদার। সফরের পর সুরভি বলেন, আমার ও গোটা গুজরাট মেট্রো করপোরেশনের জন্য এটা একটা দারুণ গর্বের মুহূর্ত। দ্বিতীয় দফায় মোতেরা থেকে অক্ষরধাম হয়ে মহাত্মা মন্দির ও GNLU থেকে গিফট সিটি যাবে মেট্রো। সেক্ষেত্রে খরচ পড়বে ৫,৩৮৪.১৭ কোটি টাকা।