Thursday, April 25, 2024
বিনোদন

দিল্লিতে বিরাট-অনুষ্কার বিবাহোত্তর সংবর্ধনায় হাজির প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: ইতালিতে রূপকথার বিয়ে এবং ফিনল্যান্ডে মধুচন্দ্রিমা শেষ করে দেশে ফেরার পরদিনই নবদম্পতি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা ছুটে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে। বিয়ের রিসেপশনে যোগ দেয়ার জন্য গত বুধবার মোদীকে আমন্ত্রণ জানিয়ে আসেন খেলা ও বিনোদন জগতের এ মেগাস্টার জুটি। প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণে সাড়া দিয়ে রিসেপশনে হাজিরও হন।

আজ আজ ২১ ডিসেম্বর, বৃহস্পতিবার প্রথম রিসেপশন দিল্লিতে। একটি হোটেলে এই রিসেপশনের আয়োজন করা হয়েছে। সেখানে বহু বিশিষ্ট ব্যক্তিদের মতোই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আমন্ত্রিত ছিলেন। তিনি নবদম্পতিকে সুখী দাম্পত্য জীবনের জন্য শুভেচ্ছা জানান। জানা গিয়েছে প্রধানমন্ত্রী সেখানে ২০ মিনিট ছিলেন।

আজ রিসেপশনে বিরাট ও অনুষ্কার আত্মীয়রা এসেছেন। খাবারের মধ্যে রাজস্থানী ও ভারতীয় পদ আছে বলে জানা গিয়েছে। বিশেষ ডিজেরও ব্যবস্থা করা হয়েছে। ২৬ ডিসেম্বর মুম্বাইয়ে হবে বিরাট-আনুশকার দ্বিতীয় রিসেপশন পার্টি।