Saturday, July 27, 2024
রাজ্য​

জট কাটল মোদীর সভার, ৩ এপ্রিল শিলিগুড়িতে আসছেন প্রধানমন্ত্রী

কলকাতা: লোকসভা নির্বাচনে রাজ্যে জোরকদমে প্রচারকাজ শুরু করে দিয়েছে বিজেপি। আলিপুরদুয়ারে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সভার পর রাজ্যে জোড়া সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভা নিয়ে জটিলতার সৃষ্টি হলেও শিলিগুড়িতে চূড়ান্ত হল মোদীর সভাস্থল। শিলিগুড়ির অম্বিকানগর রেল মাঠে হবে প্রধানমন্ত্রীর সভা।

৩ এপ্রিল দুপুর ১টায় শিলিগুড়িতে জনসভা করবেন মোদী, এরপর বেলা ৩টায় কলকাতায় ব্রিগেড গ্রাউন্ডে জনসভা করবেন তিনি। ব্রিগেডের মাঠে মোদীর জন্য তৈরি হচ্ছে অস্থায়ী ছাউনি। শনিবাষ সভার প্রস্তুতি খতিয়ে দেখতে ব্রিগেডে উপস্থিত হয়েছিলেন রাজ্য বিজেপির নেতা দিলীপ ঘোষ, মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়।

উল্লেখ্য, শিলিগুড়ির সভা ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। যে মাঠে সভা হবে বলে ঠিক করা হয়েছিল, তা নিয়ে রাজ্যের অনুমতি না মেলায় সভাস্থল ঘিরে জট তৈরি হয়। ফলে সভা ঘিরেও অনিশ্চয়তা দেখা দেয়।

বিজেপি সূত্রে খবর, সভা করার অনুমতি চেয়ে শেষপর্যন্ত দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন তাঁরা। এরপরই প্রধানমন্ত্রী মোদীর সভাস্থল হিসেবে চূড়ান্ত হল শিলিগুড়ির রেল মাঠ।