শিবসেনা-বিজেপির আদর্শ হিন্দুত্ব, মোদীর সমকক্ষ কেউ নেই বিরোধীদের: শিবসেনা প্রধান
গান্ধীনগর: বিজেপি সভাপতি অমিত শাহের মনোনয়নপত্র দাখিল করতে এসে শক্তি প্রদর্শন করল এনডিএ। মনোনয়ণপত্র দাখিল অনুষ্টানে এসেছিলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। নরেন্দ্র মোদীকে প্রশংসায় ভরিয়ে দিয়ে বিরোধী জোটকে ‘মাথাহীনের দল’ বলেও তীব্র আক্রমণ করেন শিবসেনা প্রধান।
শনিবার মনোনয়নপত্র দাখিলের আগে একটি রোড শো করেন অমিত শাহ সহ এনডিএ নেতারা। ‘বিজয় সংকল্প সভা’ নামে একটি ছোট সভাও করেন তাঁরা। উপস্থিত ছিলেন রাজনাথ সিংহ, নিতিন গডকড়ী, শরিক শিরোমনি অকালি দলের প্রধান প্রকাশ সিংহ বাদল, লোকজনশক্তি পার্টি সভাপতি রামবিলাস পাসোয়ান।
U Thackeray, Shiv Sena at ‘Vijay Sankalp Sabha’ ahead of Amit Shah’s filing of nomination: My father taught me to do everything from heart, issues that we raised were of the people, we (BJP-Shiv Sena) had differences but we settled them.We never stabbed the from back & never will pic.twitter.com/Z6Fw9IGEZI
— ANI (@ANI) 30 March 2019
সভায় মোদীর ভূয়সী প্রশংসা করে উদ্ধব বলেন, বিরোধীদের মোদীর সমকক্ষ কোনও নেতাই নেই। অতীতে বিজেপির সঙ্গে তাঁদের কিছু মতপার্থক্য থাকলেও এখন সব মিটে গিয়েছে বলে জানান, দু’দলের আদর্শ ও হৃদয় এক সুরে বাঁধা।
উদ্ধব ঠাকরে বলেন, শিবসেনা-বিজেপির লক্ষ্য এক। আদর্শ, হৃদয়-মন একসূত্রে বাঁধা। আমরা একজোট হয়েছি। হিন্দুত্বই আমাদের বেঁধে রেখেছে। আমার বাবা শিখিয়েছিলেন, যা-ই করব, আড়াল থেকে করব না। আমরা জনগণের ইস্যুই তুলেছি। কখনও পিছন থেকে ছুরি মারিনি, কখনও মারবও না। শিবসেনা, বিজেপির আদর্শ একই-হিন্দুত্ব। বাবা বলতেন, হিন্দুত্ব আমাদের শ্বাস। শ্বাস-প্রশ্বাসই থেমে গেলে বাঁচব কী করে?