Wednesday, November 19, 2025
Latestদেশ

‘আলোর উৎসবে দুই মহান গণতন্ত্র বিশ্বকে আলোকিত করুক, সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট থাকুক’, দীপাবলির শুভেচ্ছা জানানোয় ট্রাম্পকে ধন্যবাদ মোদীর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দীপাবলির শুভক্ষণে কূটনৈতিক সৌজন্যে উজ্জ্বল হয়ে উঠল নয়াদিল্লি ও ওয়াশিংটন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সৌজন্যবার্তা বিনিময়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে দীপাবলির শুভেচ্ছা জানান ট্রাম্প। দুই নেতার এই ফোনালাপে শুধু উৎসবের শুভেচ্ছাই নয়, একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়। জানা গিয়েছে, কথোপকথনে বাণিজ্যিক সম্পর্ক, আঞ্চলিক শান্তি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই—সবই উঠে আসে আলোচনার কেন্দ্রে।

ট্রাম্পের ফোনের পর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের ফোনকল ও দীপাবলির শুভেচ্ছার জন্য তাঁকে ধন্যবাদ জানাই। এই মহান আলোর উৎসবে আমাদের দুই মহান গণতন্ত্র বিশ্বকে আশার আলোয় আলোকিত করুক। সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে থাকুক।”

উল্লেখ্য, হোয়াইট হাউসে প্রদীপ জ্বেলে দীপাবলি পালন করেছেন ট্রাম্প নিজেও। তাঁর এই উদ্যোগের প্রশংসা করেন মোদী, যা দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধুত্বেরও এক প্রতীক হয়ে উঠেছে।