Saturday, April 20, 2024
দেশ

বড়দিনে সেবা, সম্প্রীতি এবং নম্রতার বার্তা দিলেন প্রধানমন্ত্রী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আজ বড়দিন। আলোর মেলায় সেজে উঠেছে গোটা দেশ। করনো বিধি মেনেই চলছে ঘুরে বেড়ানো, চার্চে প্রার্থনা। বড়দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে টুইট বার্তায় বড়দিনের শুভেচ্ছা জানান তিনি।

টুইটে মোদী লিখেছেন, সবাইকে বড়দিনের শুভেচ্ছা! আমরা যীশু খ্রীষ্টের জীবন এবং মহৎ শিক্ষার কথা স্মরণ করি, যা সেবা, দয়া এবং নম্রতার উপর সর্বোচ্চ জোর দিয়েছে। সবাই সুস্থ ও সমৃদ্ধশালী হোক। সকলের মধ্যে সম্প্রীতি বজায় থাকুক।

পুদুচেরির বিভিন্ন গির্জায় মানুষজন মধ্যরাতে মিডনাইট মিট করে। বড়দিনের প্রাক্কালে ধর্মশালার ওয়াইল্ডারনেসের সেন্ট জন চার্চে বিদেশিদের সঙ্গে স্থানীয়রা প্রার্থনা করেন।

চাঁদনি চকের সেন্ট্রাল ব্যাপ্টিস্ট চার্চ এবং গোল মার্কেটের সেক্রেড হার্ট ক্যাথেড্রাল করোনার কারণে দর্শকদের জন্য বন্ধ রয়েছে। মহারাষ্ট্র সরকার গির্জাগুলিকে তাদের ধারণক্ষমতার ৫০ শতাংশ পর্যন্ত ভক্তদের মধ্যরাতে সমাবিত হওয়ার অনুমতি দেয়। বড়দিন উপলক্ষে কলকাতার সেন্ট তেরেসা চার্চে মধ্যরাতে গণপ্রার্থনা অনুষ্ঠিত হয়। বেঙ্গালুরুতেও সেন্ট ফ্রান্সিস চার্চে গণপ্রার্থনা অনুষ্ঠিত হয়।