Thursday, April 18, 2024
দেশ

বড়দিনে ‘স্বাধীন সমাজ’ গড়ার ডাক দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আজ বড়দিন। আলোর মেলায় সেজে উঠেছে গোটা দেশ। শীতের আমেজ সঙ্গে নিয়ে ঘুরে বেড়ানো, পছন্দের খাবার খাওয়া, আনন্দ। রাস্তাঘাটে বড় বড় ক্রিসমাস ট্রি বসানো হয়েছে। কোথাও আবার সান্তা স্বাগত জানাচ্ছে মানুষকে। ছুটির দিনে ভিড় বেড়েছে পর্যটন কেন্দ্রগুলিতে।

বড়দিন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ram Nath Kovind)। টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘সহ নাগরিকদের, বিশেষ করে ভারত বিদেশের আমাদের খ্রিস্টান ভাই ও বোনেদের বড়দিনের শুভেচ্ছা জানাই। এই আনন্দের উপলক্ষে আসুন আমরা সবাই এমন একটি সমাজ গড়ার সংকল্প করি যা ও স্বাধীনতার মূল্যবোধের ওপর ভিত্তি করে গঠিত। আমরা যিশুখ্রিস্টের শিক্ষা গ্রহণ করি।’

উল্লেখ্য, বড়দিন উপলক্ষে কলকাতা পার্ক স্ট্রিট, বৌব্যারাক আলোর রোশনাইয়ে সেজে ওঠে। গত কয়েক দিন ধরে এইসব জায়গায় মানুষের ভীড় লেগে রয়েছে। এদিকে গত রাতে করনো বিধি মেনে গোয়া, মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ, পদুচেরি, পশ্চিমবঙ্গ এবং কর্নাটকের বেশ কয়েকটি গির্জায় মিডনাইট মাস অনুষ্ঠিত হয়েছে।

করোনার নতুন ভেরিয়েন্ট চোখ রাঙাচ্ছে। তাই কেন্দ্রীয় সরকারের তরফে সবাইকে করনো বিধি মেনে বড়দিন পালনের পরামর্শ দেয়া হয়েছে।