Thursday, April 25, 2024
দেশ

ধর্মের নামে হিংসা বরদাস্ত নয়, ‘মন কি বাত’ অনুষ্ঠানে কড়া বার্তা প্রধানমন্ত্রীর

দিল্লি, ২৭ অাগস্ট : ধর্ষণের মামলায় গুরমিত রাম রহিম দোষী সাব্যস্ত হওয়ার পর হিংসা ছড়ানোর প্রেক্ষিতে ‘মন কী বাত’ অনুষ্ঠানের ৩৫ তম পর্বে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী বলেন, “আস্থার নামে হিংসাকে কোনও ভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। সম্প্রদায়, রাজনৈতিক মতাদর্শ, ব্যক্তিবিশেষ বা বা ঐতিহ্যের নামে, যে কোনও কারণেই হিংসা বরদাস্ত করা হবে না।’

তিনি আরও বলেন, আইন নিজের হাতে তুলে নিলে কোনও ব্যক্তি বা গোষ্ঠীর কাউকেই কোনওভাবেই ছেড়ে দেওয়া হবে না।ভারত গান্ধী ও বুদ্ধের দেশ, এখানে হিংসার কোনও জায়গা নেই বলে কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

৫০ বছর বয়সী গুরমিত রাম রহিমকে দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করলে তার অগনিত ভক্ত হরিয়ানা, পাঞ্জাব ও দিল্লির বিভিন্ন জায়গায় তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে, বাস-ট্রেনও জ্বালিয়ে দেওয়া হয়। হরিয়ানা রাজ্যে জারি করা হয় ১৪৪ ধারা। গুরমিত রাম রহিম সিংয়ের আশ্রম, ‘ডেরা সাচ্চা সওদা’- শিরসা শহরে জারি হয়েছে কার্ফু। এখনও পর্যন্ত সহিংসতায় অন্তত ৩৫জন নিহত হয়েছে।