Thursday, July 18, 2024
দেশ

গান্ধি ময়দানে বিজেপি বিরোধী সভায় ভিড় দেখাতে টুইটারে জাল ছবি পোস্ট লালুপ্রসাদের

পাটনা ২৭ আগস্ট: রবিবার পাটনার গান্ধী ময়দানে লালুপ্রসাদের ডাকে বিজেপি বিরোধী সভায় মিলিত হয় ১৪ টি বিরোধী দল। বিজেপি হঠাও, দেশ বাঁচাও’ সফল করার লক্ষে আয়োজিত এই সভায় রাজনৈতিক বার্তার থেকেও বেশি আলোচনার বিষয় হয়ে উঠে আরজেডি প্রধান লালুপ্রসাদ ‌যাদবের ট্যুইট। সভার সাফল্য দেখাতে গিয়ে তিনি ছবি ট্যুইট করেন।

টুইটারে পোস্ট করা ওই ছবিতে দেখা ‌যাচ্ছে, গান্ধী ময়দানে তিল ধারণের জায়গা নেই। সভাস্থল লোকজনে কানায় কানায় পরিপূর্ণ।

লালুপ্রসাদ ‌যাদবের ট্যুইট করার পরপরই বিহারের উপ-মুখ্যমন্ত্রী ও বিপেপি নেতা সুশীলকুমার মোদি একটি ছবি টুইট করেন। ওই ছবিতে দেখা যায়, গান্ধী ময়দানের প্রায় অর্ধেকটা ফাঁকা।

এরপরই শুরু হয়ে যায় লালু প্রসাদকে নিয়ে ঠাট্টা-তামাশা। টুইটারে কেউ কেউ কটাক্ষ করে বলছেন, এর চেয়ে ভাল ফটোশপ আমি করতে পারি। আবার অনেকেই বলছেন, শেষে ছবিতেও জালিয়াতি! কেউবা আবার তামাশা করে বলছেন, নিজেদের দুই অশিক্ষিত ছেলেদের দিয়ে ফটোশপ করিয়েছেন নাকি!

গান্ধী ময়দানের সভাস্থলের প্রকৃত ছবি সামনে নিয়ে আসে সংবাদ সংস্থা এএনআই। এএনআই -র ছবিতে দেখা যায় গান্ধী ময়দানের প্রায় অর্ধেকটা খালি ছিল।