‘মোদী আমাকে ভুল প্রমাণ করেছেন’, প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন পদ্মশ্রী রশিদ আহমেদ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বুধবার পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন চারুকলা শিল্পী শাহ রশিদ আহমেদ কুরেশি। পদ্ম সম্মান হাতে নিয়ে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা তিনি। বললেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাকে ভুল প্রমাণিত করেছেন।”


তিনি বলেন, “বিজেপির আমলে কখনও যে এই পুরস্কার পেতে পারি, তা ভাবিনি। কংগ্রেস কেন্দ্রের ক্ষমতা হারানোর পরে পুরস্কার পাওয়ার সমস্ত আসা শেষ হয়ে গিয়েছিল। তার পরও প্রতি বছরই আবেদনের জন্য ১২ হাজার টাকা খরচ করে যাচ্ছিলাম। বিজেপি ক্ষমতায় আসার পরে আবেদন করা বন্ধ করে দিয়েছিলাম।

কারণ হিসেবে রশিদ আহমেদ জানান, “আমি ভেবেছিলাম বিজেপি সংখ্যালঘুদের কখনও কিছু দেয় না। কিন্তু এই পুরস্কারের জন্য নির্বাচিত করে আমাকে ভুল প্রমাণিত করেছেন প্রধানমন্ত্রী মোদী।”