অসমে ৩২ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন মোদী
দিসপুর: অসমে ৩২ হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল, শনিবার উত্তর-পূর্বের অরুণাচল প্রদেশ, অসম এবং ত্রিপুরায় সভা করেন মোদী। ঢোল, তাল এবং খোল দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অসমবাসী। অসমের আমিনগাঁওতে জনসভা করেন মোদী।
সভা থেকে কংগ্রেসকে কটাক্ষ করে নরেন্দ্র মোদী বলেন, ভূপেন হাজারিকাকে ভারতরত্ন সম্মান দিতে কয়েক বছর লেগে গেল। যেটা সত্যিই খুব আফসোসের। তিনি বেঁচে থাকাকালীন এই সম্মানটা পেলেন না। তাহলে আপনারাই ঠিক করুন কে দায়ী এর জন্য।
এদিন অসমে পৌঁছেই ৩১ হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন মোদী। পাশাপাশি নর্থ ইস্ট গ্যাস গ্রিডেরও উদ্বোধন করেন তিনি। এছাড়া কামরূপ, কাচার, হালিয়াকান্ডি এবং করিমগঞ্জে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনসুকিয়াতে মডিউলার গ্যাস প্রসেসিং প্ল্যান্টের উদ্বোধন করেন মোদী। বারাউনি থেকে গুয়াহাটি পর্যন্ত বিস্তৃত ৭২৯ কিলোমিটার লম্বা গ্যাস পাইপলাইনের উদ্বোধন করেন মোদী।