Thursday, July 18, 2024
আন্তর্জাতিক

মক্কা শরীফে নারীদের তাস খেলার ছবি ভাইরাল

পবিত্র মক্কা শরীফের মসজিদে হারামে এক দল নারীর সম্মিলিত হয়ে তাস খেলার ছবি ভাইরাল হয়ে গেছে। ছবিতে দেখা যায় মসজিদে হারামের বাইরের অংশের গেট ফাহাদ এর সামনে এসব নারী তাস খেলছে। এরপর এ ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়। এ দৃশ্য ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে ব্যাপক ক্ষোভ প্রকাশ করা হয়েছে। এর আগে গত বছরও পবিত্র মদীনা শরিফে এক ইহুদির সেলফি তোলার দৃশ্য ভাইরাল হয়ে গিয়েছিল।

ছবিতে দেখা যায় চারজন বোরকা পরিহিত নারী একটি জায়গায় বসে খুব মজা করে তাস খেলছে। আর তাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এহরাম পরা লোকজন। মেঝে দেখে মনে হচ্ছে এটা বায়তুল্লাহ থেকে কিছু দূরে একটি জায়গা, যেখানে আরো অসেক মানুষ বসে আছে। কেউ আবার ইবাদত করছে। ওই চার নারীর সবাই কালো বোরকা পরা ছিল। তাদের চেহারাও আবৃত ছিল। যে জন্য তাদের শনাক্তও করা যায়নি।

তবে সৌদি সরকার এ বিষয়ে এখন পর্যন্ত কোন বিবৃতি জানায় নি। এ ছবি রসদ নেটওয়ার্ক নামক সাইট থেকে শেয়ার করা হয়েছে। সেখানে বলা হয়েছে, মসজিদে হারামের বহিরাংশের গেট ফাহদ এর সামনে এসব নারী তাশ খেলছে। এরপরে এ ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়।