Thursday, April 25, 2024
দেশ

এক বাইকে পাঁচজন ! বাইক আরোহীর কাণ্ড দেখে হাতজোড় পুলিশের

মঙ্গলবার সকাল থেকেই গোটা ইন্টারনেটে একটি ছবি ভাইরাল হয়ে উঠেছে। ছবিটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। সম্প্রতি অন্ধ্রপ্রদেশে মোটরসাইকেল পিঠে চেপে বসেছে এক নয়, দুই নয়, একেবারে পাঁচ আরোহী। যার মধ্যে তিনজনে একেবারেই শিশু! এই অবস্থায় দেখে হাতজোড় করে ক্ষমা চাইলেন এক পুলিশকর্মী।

এমনিতেই দেশে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো নিষিদ্ধ। এরই মাঝে পুলিশ এর হাত জোর করা ছবিটি ভাইরাল হয়। ছবিটি জানিয়ে দিচ্ছে, এত প্রচার, এত সচেতনতাতেও কাজের কাজ কিছু হয়নি। ছবিটি নিয়ে হাসাহাসি হলেও এ আসলে দেশের ঘোর বাস্তবতা তা বলার অপেক্ষা রাখে না।

কর্ণাটকের আইপিএস অফিসার অভিষেক গোয়েল  টুইটারে এ ছবি পোস্ট করে জানিয়েছেন, ‘যেভাবে পাঁচজনকে বাইকে বসিয়ে পৌঢ় বাইক চালাচ্ছিলেন তাতে আমিও হতবাক ! তাই এই হাতজোড় ৷ এটা দেখে মনে হচ্ছে আমাদের আরও কঠোর হতে হবে, আরও সচেতনতা ছড়িয়ে দিতে হবে পথ দুর্ঘটনাকে আটকাতে৷’