Friday, April 26, 2024
আন্তর্জাতিক

পেরুতে বাস খাদে পড়ে নিহত ৪৮

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। খাড়া পাহাড়ি সড়ক থেকে একটি যাত্রীবাহী বাস প্রায় ৩৩০ ফিট উপর থেকে খাদে পড়ে গেছে। এতে অন্তত ৪৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রাজধানী লিমার উত্তরে ঝুঁকিপূর্ণ পাহাড়ি সড়ক পার হওয়ার সময় মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। প্রশান্ত মহাসাগরীয় সংকীর্ণ ওই সড়কটিকে পেরুর সবচেয়ে ঝুঁকিপূর্ণ সড়ক বলে মনে করা হয়। স্থানীয়ভাবে সড়কটি ‘কুরভা দেল দিয়াবলো ’ নামে পরিচিত। যার বাংলা অর্থ দাঁড়ায় শয়তানের বাঁক।

দেশটির পরিবহণ প্রধান জানান, ৫০ জন যাত্রী বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০ মিটার নিচের সমুদ্র সৈকতে পড়ে যায়। এদিকে দুর্ঘটনাটি ঢালু পাহাড়ি এলাকায় হওয়ায় উদ্ধার কার্যক্রম সম্পন্ন করতে বেশ বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। কারণ ওই পাহাড়ি এলাকার নিচেই সমুদ্র রয়েছে। একদিকে সমুদ্রের ঢেউ, অন্যদিকে ঢালু পাহাড়ি এলাকা। হেলিকপ্টার দিয়ে উদ্ধার কাজ তদারকি করা হচ্ছে।

এই দুর্ঘটনা পুরো দেশের জন্যই শোকের বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট পেদ্রো পাবলো।