Tuesday, November 18, 2025
Latestআন্তর্জাতিক

পাকিস্তানি সেনার কনভয়ে হামলা তালিবানের! নিহত ১২ জওয়ান

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের দক্ষিণ ওয়াজিরিস্তানে তালিবানের ভয়াবহ হামলায় পাক সেনার ১২ সদস্য নিহত হয়েছে। শনিবার ভোরে আফগান সীমান্তের নিকটে পাহাড়ি বাদার এলাকায় সামরিক বাহিনীর একটি গাড়িবহরে এই হামলার ঘটনা ঘটে।

সামরিক সূত্রে খবর, উভয় পক্ষের মধ্যে তুমুল গুলি বিনিময় হয়, যেখানে ৩৫ তালিবান সদস্য নিহত হয়েছেন। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলায় অন্তত ৪ জন আহত হয়েছেন।

পাকিস্তানি তালিবান গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। দাবি করেছে, তারা সেনা সদস্যদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও ড্রোনও হাতিয়ে নিয়েছে। স্থানীয় সূত্রের মতে, হামলার পর বেশ কয়েক ঘণ্টা ধরে হেলিকপ্টার ব্যবহার করে আহতদের হাসপাতালে সরিয়ে নেয়া হয়েছে এবং হামলাকারীদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।

নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণত ওই এলাকায় সামরিক গাড়িবহর যাতায়াতের সময় কারফিউ জারি করা হয়। পথগুলো নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়। তবুও এই হামলা কীভাবে সংঘটিত হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে।

পাকিস্তান আশাবাদী যে, আফগানিস্তানের অস্থায়ী সরকার তাদের দায়িত্ব পালন করবে এবং আফগান মাটি পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গি কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহার হতে দেবে না।

ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, ভারতের সহায়তায় তালিবান পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে ভারত ও কাবুল এই অভিযোগ সবসময় অস্বীকার করে এসেছে।

তালিবান আফগানিস্তান দখল করার পর থেকে এই ধরনের হামলার সংখ্যা পাকিস্তানে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।