Tuesday, September 26, 2023
আন্তর্জাতিক

অমুসলিম নিরাপত্তারক্ষী চাই, দাবি পাকিস্তানের আইনমন্ত্রীর

নিরাপত্তার দায়িত্বে অমুসলিম নিরাপত্তারক্ষী চেয়েছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আইনমন্ত্রী রানা সানাউল্লাহ।

মন্ত্রী সানাউল্লাহের দাবি, তাকে প্রাণে মারার হুমকি দিয়েছে ইসলামি চরমপন্থীরা। তাই মুসলিম নিরাপত্তা আধিকারিকদের বলয়ে নিজেকে সুরক্ষিত মনে করছেন না তিনি।

বেশ কয়েকদিন ধরে সানাউল্লাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে ইসলামি চরমপন্থী সংগঠন। এর পরই নিজের নিরাপত্তায় অমুসলিম আধিকারিক নিয়োগের দাবি জানান তিনি।

যদিও তার দাবি এখনো মানেনি স্থানীয় প্রশাসন। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সানাউল্লার নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের ইতিহাস খতিয়ে দেখা হচ্ছে।

সানাউল্লার দাবি, তাকে হিন্দু, খ্রীষ্টান, আহমদিদের তালিকা দিতে হবে পুলিশ সুপারকে। পুলিশ তাকে পছন্দসই নিরাপত্তারক্ষী না দেওয়ায় বেসরকারি নিরাপত্তা সংস্থার সঙ্গে যোগাযোগ করেছেন তিনি।