৩৬০ ভারতীয় বন্দিকে মুক্তি দিচ্ছে পাকিস্তান
ইসলামাবাদ: ৩৬০ ভারতীয় বন্দিকে মুক্তি দিচ্ছে পাকিস্তান। চলতি মাসেই এই ৩৬০ জন ভারতীয়কে মুক্তি দেওয়া হবে। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের বরাতে এ তথ্য জানা গেছে।
পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জল জানিয়েছেন, ৩৬০ ভারতীয় বন্দির এর মধ্যে ৩৫৫ জন ভারতীয় মত্স্যজীবী এবং পাঁচ জন সাধারণ নাগরিক। এরা পাকিস্তানের জেলে নিজেদের শাস্তির মেয়াদ কাটিয়ে ফেলেছেন তাই এদের মুক্তি দেওয়া হবে।
Pakistan to release 360 Indian prisoners in April
Read @ANI story | https://t.co/rsYqKZJBwM pic.twitter.com/VicdFgFxUH
— ANI Digital (@ani_digital) 5 April 2019
এসব বন্দিদের মুক্তি দেয়ার জন্য ভারতের পক্ষ থেকে পাকিস্তানের হাই কমিশনে চিঠি পাঠানো হয়েছে। এরপরই পাকিস্তান এই উদ্যোগ নিয়েছে।
মহম্মদ ফয়সাল জানিয়েছেন, ওই বন্দিদেরকে আগামী ৮ এপ্রিল থেকে পাঁচ ধাপে মুক্তি দেয়া হবে।