‘মোদীজি কি সেনা’ বলার জের, যোগী আদিত্যনাথকে সতর্ক করল নির্বাচন কমিশন
নয়াদিল্লি: সেনাবাহিনীকে মোদীজির সেনা বলায় যোগী আদিত্যনাথকে কড়া ভাষায় সতর্ক করল নির্বাচন কমিশন। ভবিষ্যতে এই ধরনের মন্তব্য করার আগে তাঁর সতর্ক থাকা উচিত বলে জানিয়েছে কমিশন।
গত রবিবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এক নির্বাচনী জনসভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মন্তব্য করেন, আগের সরকার জঙ্গিদের বিরায়ানি খাওয়াতো। এখন মোদীজির সেনা তাদের গুলি খাওয়ায়।
EC issues Censure (Censure is to express disapproval of someone/something in a formal statement) to Uttar Pradesh CM Yogi Adityanath over his ‘Modi ki Sena’ remark. The Commission has advised him to be more careful in future, being a senior political leader. (file pic) pic.twitter.com/v7Dh3iAfjy
— ANI (@ANI) 5 April 2019
যোগী আদিত্যনাথের এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে হইচই শুরু হয়ে যায়। কংগ্রেস জানায়, আদিত্যনাথের এই মন্তব্য আসলে ভারতীয় সেনার অপমান। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সেনা কারও ব্যক্তিগত হতে পারে না, সেনা আসলে সবার।
নির্বাচন কমিশন নির্দেশ, যেহেতু ভারতীয় সেনা অরাজনৈতিক এবং নিরপেক্ষ, তাই নির্বাচনী জনসভায় ভারতীয় সেনা নিয়ে কোনও মন্তব্য করা যাবে না।