Friday, April 26, 2024
আন্তর্জাতিক

সহায়তার বিনিময়ে পাকিস্তান মিথ্যা ও প্রতারণা ছাড়া যুক্তরাষ্ট্রকে কিছুই দেয়নি

এবার নতুন বছরের শুরুতেই পাকিস্তান সম্পর্কে বিস্ফোরক এক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, গত ১৫ বছরে যুক্তরাষ্ট্র ৩৩ বিলিয়ন ডলারের বেশি সহায়তা দিলেও তার বিনিময়ে ‘কিছুই’ দেয়নি ইসলামাবাদ।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, সোমবার এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, পাকিস্তান সন্ত্রাসবাদীদের ‘নিরাপদ স্বর্গ’ উপহার দিচ্ছে। ট্রাম্প আরো লিখেছেন, “যুক্তরাষ্ট্র একদম বোকার মতো গত ১৫ বছরে পাকিস্তানকে ৩৩ বিলিয়ন ডলারের বেশি অর্থ-সহায়তা দিয়েছে; কিন্তু তারা আমাদের ‘কিছুই’ দেয়নি। আমাদের নেতাদের চিন্তাভাবনা ভুল ছিল।”

পাকিস্তানকে এর আগেও ‘সন্ত্রাসবাদের স্বর্গ’ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। গত আগস্টে এক বক্তৃতায় ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র বিলিয়ন বিলিয়ন ডলার সহায়তা দিয়ে যাচ্ছে, কিন্তু পাকিস্তান সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে আর যুক্তরাষ্ট্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করে চলেছে।

তবে ট্রাম্পের এমন বিস্ফোরক মন্তব্যের পর এখন পর্যন্ত ওয়াশিংটন ডিসির পাকিস্তান দূতাবাস তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।