এবার সেলফি তুলে যুক্তরাষ্ট্রকে আইএসের হুমকি

নিউ ইয়র্ক: বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রকে এবার সেলফি তুলে হুমকি দিল আইএস। গত ৩০ নভেম্বর আইএসের সহযোগী একটি চ্যানেলে সেলফিটি আপলোড করা হয়। সেই সেলফি এবার সকলের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসী সংগঠন আইএসের ব্যবহৃত স্কার্ফ পরে নিউ ইয়র্কের মেট্রোপলিটান আর্ট মিউজিয়ামের সামনে সেলফিটি তোলা হয়। ওই সময় পুরো এলাকা ছিল তুষারে ঢাকা। আশেপাশের লোকজন পাশ দিয়ে দ্রুত হেঁটে যাচ্ছে। কিন্তু কেউই সেলফি তোলার বিষয় খেয়াল করেছে বলে মনে হয় না।

এর আগে নিউ ইয়র্ক নিয়ে তৈরি একটি ভিডিওর স্থিরচিত্র প্রকাশ করে আইএস। ওই স্থিরচিত্রে আই্এসের এক সৈন্য ছুরি হাতে দাঁড়িয়েছিল। তাতে লেখা ছিল, ‘এটি করাতের চেয়েও সস্তা।’

উৎসবমুখর সময়ে নাশকতা চালানোর ইঙ্গিত দিতেই ওই পোস্টার প্রকাশ করে আইএস।