Wednesday, May 8, 2024
দেশ

‘ভারত জিন্দাবাদ’, জলদস্যুদের কবল থেকে ২৩ পাকিস্তানি নাবিক উদ্ধার করলো ভারতীয় নৌবাহিনী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২৩ পাকিস্তানি নাবিককে জলদস্যুদের কবল থেকে উদ্ধার করলো ভারতের নৌবাহিনী। আরব সাগরে ইরানের পতাকাবাহী মাছ ধরার জাহাজটি জলদস্যুরা ছিনতাই করেছিল। শুক্রবার নাবিকদের পাশাপাশি ছিনতাই করা জাহাজটিও উদ্ধার করে ভারতীয় নৌবাহিনী।

ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, গত ২৮ মার্চ রাতে ইরানি মাছ ধরার জাহাজ ‘আল-কাম্বার ৭৮৬’-তে জলদস্যুদের আক্রমণের খবর পায়। বিপদ সংকেত পেয়ে ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজকে ইরানের পতাকাবাহী জাহাজটিকে আটকানোর জন্য পাঠানো হয়।


১২ ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টায় জাহাজটিতে থাকা ৯ জলদস্যুকে আত্মসমর্পণে বাধ্য করা হয়। জাহাজের ২৩ পাকিস্তানি নাগরিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়ার পরে পাকিস্তানি ওই নাবিকরা ভারতকে ধন্যবাদ জানায় এবং ‘ভারত জিন্দাবাদ’ স্লোগান দেয়।