এবার পুরীর জগন্নাথ মন্দির চত্বরে পান ও গুটখা সেবন নিষিদ্ধ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফাটা জিন্স, হাফপ্যান্ট, খোলামেলা পোশাক নিষিদ্ধ করার পরে এবার মন্দির চত্বরে পান ও গুটখা সেবন নিষিদ্ধ সেবন নিষিদ্ধ করলো পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। ইতিমধ্যেই এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে। ১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। তবে মন্দির কর্তৃপক্ষের দাবি, এখন থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর করা হোক।
এছাড়া মন্দিরে পলিথিনের প্যাকেট, রান্না করা খাবার নিয়ে আপত্তি রয়েছে মন্দির কর্তৃপক্ষের। অভিযোগ, মন্দিরের পুরোহিতদের পান, গুটখা দোষ রয়েছে। বিষয়টি স্বীকার করেছেন মন্দিরের প্রতিহারী কুলপান্ডা রঘুনাথ গোছিকর।
মন্দিরের প্রতিহারী কুলপান্ডা রঘুনাথ গোছিকর বলেন, ‘মুখে পান নিয়ে জগন্নাথ দেবের পুজো শোভনীয় নয়। মন্দিরে ঢোকার আগে হাত, মুখ ধোয়ার মতো মুখও পরিষ্কার রাখা উচিত। মন্দিরের সাধারণ একজন দর্শনার্থী থেকে শুরু করে সকলের জন্য একি নিয়ম।’